ফেনীতে বোমা বিস্ফোরণ, কারাগারে মূলহোতা মাদ্রাসা পড়ুয়া আজিজ
ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের একটি বাড়িতে বোমা তৈরি ও পরীক্ষার আস্তানার সন্ধান পাওয়া গেছে। বোমা তৈরি ও মজুদের মূলহোতা ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছমাদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে আবদুল আজিজ (২১) বলছে পুলিশ। তিনি সোনাগাজী ওসমানিয়া তাকিয়া বাজার মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বোমা তৈরি অথবা তৈরিকৃত বোমা নাড়াচাড়া করার সময় এ বিস্ফোরণটি ঘটে। এ ঘটনার পরপরই রাতে বিশেষ অভিযান চালিয়ে সোনাগাজী ও দাগনভূঞা সীমানার ফাজিলের ঘাট থেকে আজিজকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
বিজ্ঞাপন
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঢাকা পোস্টকে জানান, এ ঘটনায় থানার উপ-পরিদর্শক মো. কামাল উদ্দিন বাদী হয়ে তিনজনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন। ঘটনাস্থলে বোমা তৈরির আলামত পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আজিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার দ্বিতীয় আসামি সমপুরের আলাউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান ও তৃতীয় আসামি আজিজের বড় ভাই মোমিনুল হক।
ওসি জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সাথে তাদের তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। কি উদ্দেশে এবং কেন বোমার মজুদ করা হচ্ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।
বিজ্ঞাপন
তারেক চৌধুরী/এফকে