বেনাপোল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল।

শনিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে বেনাপোলের ছোটআঁচড়া মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

এ সময় ফারুক হোসেন উজ্জ্বল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নের সারথি হয়ে আমি নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানাচ্ছি। আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে (১৭ জুলাই) মেয়রপ্রার্থী নাসির উদ্দীনের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব।

ফারুক হোসেন উজ্জ্বল স্মার্ট বেনাপোল পৌরসভার স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহারুল ইসলাম, বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী নাসির উদ্দীন প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘ এক যুগ পর সোমবার (১৭ জুলাই) ইভিএমে বেনাপোল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বর্তমানে মেয়রপ্রার্থী রয়েছেন দুইজন। এছাড়া কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ্যান্টনি দাস অপু/এমজেইউ