গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টেকনগপাড়া এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানান, গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেডে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। সোমবার সকাল ৮টায় শ্রমিকরা কারখানায় আসলেও কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। 

গত জুন মাসের ১৫ দিনের বেতন সোমবার বেলা ১২টার আগেই পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ বেতন পরিশোধে ব্যর্থ হয়। পরে আন্দোলনরত শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 

খবর পেয়ে শিল্প পুলিশ ও বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে সোমবার সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা ৪টা ১৫ মিনিটে মহাসড়ক অবরোধ তুলে নেন।

মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস লিমিটেডের মালিক মো. মহিউদ্দিন জানান, ইতোমধ্যে ঢাকা থেকে শ্রমিকদের বেতন নিয়ে রওনা দিয়েছি। সন্ধ্যার মধ্যেই বেতনাদি পরিশোধ করা হবে।

গাজীপুর মহানগর বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার জাহান বলেন, শ্রমিক আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সঙ্গে সমন্বয় করে বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে মালিকপক্ষ বেতন পরিশোধ করবে, এমন খবরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন। আন্দোলনের ফলে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

 শিহাব খান/এএএ