এখন আমার ভাই আবু সাঈদ চাঁদ বড় নেতা হয়ে গেছে। এখন আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে নাই, ওই উপজেলারও চেয়ারম্যানে নাই। জেলার সভাপতি, তাও নাই। আরে উনি (আবু সাঈদ চাঁদ) এখন জাতীয় বীর হয়ে গেছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী নগরীর ভূবনমোহন পার্কে সরকার পতনের এক দফা ঘোষণা পদযাত্রা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমার ভাই রাজশাহী গৌরব। আবু সাঈদ চাঁদ সহজ সত্য কথায় বলে। সে বক্তব্য রেখেছে, আপনি খুনি অবৈধ প্রধানমন্ত্রী। পদ্মা ব্রিজ থেকে ম্যাডামকে (খালেদা জিয়া) টুপুস করে ফেলতে চাইলেন। নোবেল বিজয়ী ইউনুসকে ফেলতে চাইলেন, তখন দোষ নেই। আবু সাঈদ চাঁদকে তো গ্রেপ্তার করাই হলো। আমরা প্রতিরোধ, প্রতিহত করতে পারতাম। কিন্তু আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিষেধ করায় আমরা করি নাই। তিনি বলেছেন, শান্তিপূর্ণ কিছু কর্মসূচি গ্রহণ করো।

মিনু বলেন, সময় আসন্ন। রাজশাহীতে এখন আর আওয়ামী লীগের কেউ নাই। সব হাইব্রিড। যাদের চিনতাম এরশাদ বিরোধী আন্দোলন করতো, তাদের দেখছি না। আবার কেউ আগে গরু পালত, কেউ আবার তরিতরকারির ব্যবসা করতো। বলতে চাই তাদের সংখ্যা এখন ১২ জন। সব হাইব্রিড। ৯ সালের আগে কেউ আওয়ামী লীগ করেনি। আর কারও নয় হাজার টাকাও ব্যাংকে ছিল না, আর এখন বিলিয়ন। বিলিয়নের মানে জানেন। ১০০ কোটিতে এক বিলিয়ন। বিলিয়ন ডলার ম্যান মুভিং ইন আওয়ার সিটি রাজশাহী। দিস ইজ এ আওয়ামী লীগের উন্নয়ন।

পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা প্রমুখ।

শাহিনুল আশিক/এমএএস