মাদারীপুর পৌর শহর এলাকায় রিকশা থামিয়ে স্বামী-স্ত্রীর ওপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুর পৌরসভার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পৌরসভার সৈদারবালী এলাকার হারুন শিকদারের ছেলে রুবেল শিকদার (২৬) ও রুবেল শিকদারের স্ত্রী জান্নাত আক্তার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে রুবেল শিকদার তার স্ত্রী জান্নাত আক্তারকে নিয়ে রিকশায় করে বাজার করার উদ্দেশ্য পুরান বাজার যাচ্ছিলেন। তাদের রিকশাটি পৌরসভার বটতলা এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য রবিন বেপারী, আরমান বেপারী, জিতু বেপারীসহ আর বেশ কয়েকজন কিশোর তাদের রিকশার গতিরোধ করে। পরে তাদেরকে রিকশা থেকে নামিয়ে মারধর করতে শুরু করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এমন অবস্থায় আহত রুবেল ও তার স্ত্রী জান্নাতকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত রুবেল শিকদার বলেন, গত এক বছর আগে আমি শহরের লেকে প্যাডেল বোট চালানোর দায়িত্বে ছিলাম। ওদের ফ্রিতে উঠতে না দেওয়ায় তখন আমার সঙ্গে হাতাহাতি হয়েছিল। সেই ঘটনার জের ধরে আজ আমার ও আমার স্ত্রীর ওপর হামলা করেছে। আমি যদি দৌড় দিয়ে না পালাতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। আমি এই কিশোর সন্ত্রাসীদের বিচার চাই।

আহত রুবেল শিকদারের স্ত্রী জান্নাত আক্তার বলেন, বার বার আমার স্বামীকে ছেড়ে দেওয়ার আকুতি জানাই আমি। কিন্তু ওরা কেউ আমার কথা শোনেনি। উল্টো আমাকেও মারধর করেছে। আমার স্বামী দৌড়ে না পালালে ওরা আমার স্বামীকে মেরে ফেলত। আমার চোখের সামনে যেভাবে মারধর করছে আমি এটা কখনোই ভুলতে পারব না। আমি ওদের বিচার চাই।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মারামারির ঘটনা শুনেছি। এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাকিব হাসান/আরকে