রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় কাজী মুর্তজা হামিম নিপুন (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাজী মুর্তজা হামিম নিপুন কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি রতনদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী মুর্তজা হামিম নিপুন তার ছেলে ইমনকে নিয়ে রাজবাড়ী থেকে কালুখালির রতনদিয়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পরে হাইওয়ে থানার পুলিশ সদস্যরা তাকে ও তার ছেলেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।

তার অবস্থা গুরুতর হওয়ায় সদর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তিনি মারা যান। তবে তার ছেলে ইমন সুস্থ রয়েছেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, মোটরসাইকেলটি থানায় রয়েছে। মরদেহটি যেহেতু ফরিদপুরে রয়েছে। সেজন্য মরদেহ ময়নাতদন্তের বিষয়ে সেখানকার পুলিশ ব্যবস্থা নেবে।।


মীর সামসুজ্জামান/এনএফ