সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন (২০) হত্যা মামলায় নিহতের ভাইসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া এই মামলার আরও দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামের সোহবার শেখের ছেলে মজনু মিয়া (৪২) এবং একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও নিহতের বড়ভাই লাল বাবু (৪০)।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাজনাবাড়ি গ্রামের বছির শেখের ছেলে রবিউল ইসলাম (৩৮) ও ছলি ওরফে চিকাছলির ছেলে রেজাব (৩৯)।

মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালে কাজিপুর উপজেলার মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ছাত্রদল নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে তার ভাই লাল বাবু, মজনু মিয়া, রবিউল, রেজাবসহ ৭/৮ জন যুবক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। ঠিকাদার চাঁদা দিতে অস্বীকার করলে তারা ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ করে দেন। এ খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের ভাই শফিকুল ইসলামসহ স্থানীয় লোকজনের বাঁধার মুখে ইকবাল ও তার লোকজন চলে যায়।

এরই জেরে পরের দিন ছাত্রদল নেতা ইকবাল হোসেন লোকজন নিয়ে মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাই শফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় মজনু মিয়া ডেগার (দেশীয় অস্ত্র) দিয়ে শফিকুলকে পরপর চারটি আঘাত করে। পঞ্চম আঘাতের সময় শফিকুল সরে গেলে ছাত্রদল নেতা ইকবাল হোসেনের বুকের ডান পাশে লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ইকবালের ভাই লাল বাবু বাদী হয়ে কাজীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে এলে তদন্তকারী কর্মকর্তা নিজে বাদী হয়ে প্রধান শিক্ষকের ভাই শফিকুলের ওপর হামলাকারীদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত এই রায় দেন।

সিরাজগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. মোস্তফা কামাল ঢাকা পোস্টকে বলেন, আসামিরা সবাই জামিনে ছিলেন। এর মধ্যে রায় ঘোষণার সময় নিহতের বড় ভাই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি লাল বাবু ও ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি দুইজন পলাতক রয়েছে।

শুভ কুমার ঘোষ/এমজেইউ