সাহিদর রহমান রিপন

যশোর পৌরসভা নির্বাচনে কারাগারে থেকে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহিদর রহমান রিপন ওরফে ডিম রিপন।

বুধবার অনুষ্ঠিত যশোর পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড থেকে অংশ নিয়ে পাঁচ হাজার ১১৮ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আহমেদ শাকিল পেয়েছেন এক হাজার ৮৪৬ ভোট।

২৪ মার্চ হত্যা মামলায় রিপনকে গ্রেফতার করে সিআইডি। বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন তিনি। কারাগারে থেকেই দুই প্রতিদ্বন্দ্বীর প্রায় দ্বিগুণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিপন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ অন্তত অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই রিপনের নেতৃত্বে আরবপুরের আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় ২৪ মার্চ রাতে শহরের মণিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। রিপন শহরের বারান্দী মোল্যাপাড়া এলাকার বদর উদ্দিনের ছেলে।

২০১৩ সালের যশোর এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই মামলার এক নম্বর আসামি নবনির্বাচিত কাউন্সিলর সাহিদুর রহমান ওরফে ডিম রিপন। 

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমরা শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করেছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু যশোরের মানুষ যদি তাকে ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আমাদের কিছুই করার নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা নির্বাচন কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সাইদুর রহমান রিপন পাঁচ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আহমেদ শাকিল পেয়েছেন এক হাজার ৮৪৬ ভোট। প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন অন্য প্রার্থীদের চেয়ে। বিরূপ পরিস্থিতি ঘটতে পারে বলে জেলা নির্বাচন কার্যালয় যশোর পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। অবশেষে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে ভোটগ্রহণ শেষ হয়। ১ নম্বর ওয়ার্ড থেকে পাঞ্জাবি প্রতীকের প্রার্থী সাহিদর রহমান রিপন কাউন্সিলর নির্বাচিত হন।

জাহিদ হাসান/এএম/ওএফ