ফাইল ফটো

কুমিল্লায় সাঁতার শিখতে গিয়ে মারিয়া আক্তার (১২) এবং মিরাজ হোসেন (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুর দাস বাড়ির পুকুরে ডুবে মৃত্যু হয় তাদের। 

নিহতরা হলেন, দেবিদ্বার পৌরসভার পুরাতন বাজার মাদরাসা পাড়া এলাকার সুমন মিয়ার মেয়ে মারিয়া আক্তার এবং রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মারুফ সরকারের ছেলে মিরাজ হোসেন। তারা সম্পর্কে খালাতো ভাই-বোন।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর। 

পরিবার এবং স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বুধবার দুপুরে মিরাজকে নিয়ে খালাতো ভাই মারিয়া পুকুরে সাঁতার শিখতে যায়। এসময় পানিতে তলিয়ে যায় দুজনেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কারও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

আরিফ আজগর/এমএএস