শুক্রবার নেত্রকোণা যাচ্ছেন ব্যারিস্টার সুমনের ফুটবল টিম
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে নেত্রকোণায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সাবেক উপমন্ত্রী ও ফুটবলার আরিফ খান জয়।
বিজ্ঞাপন
এ সময় তিনি বলেন, নেত্রকোণার পিছিয়ে পড়া ফুটবলকে নতুন উন্মাদনায় ছড়িয়ে দিতেই ফুটবলের ফেরিওয়ালা হিসেবে পরিচিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে ঐতিহাসিক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আশা করি, এতে নেত্রকোণার ফুটবল নতুনরূপে জাগ্রত হবে।
তিনি আরও বলেন, ২৮ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৩টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে আরিফ খান জয় ফুটবল একাডেমি ও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি বিনা টিকিটে উন্মুক্তভাবে সবাই উপভোগ করতে পারবেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মো. জিয়াউর রহমান/এএএ