ওজনে কম দিচ্ছেন পাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি
পরিমাপে তেল কম দেওয়ায় ঠাকুরগাঁও শহরের মেসার্স এনামুল হক ফিলিং স্টেশনের মালিক ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়ক এলাকার ওই স্টেশনে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসাদুল ইসলাম ।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স এনামুল হক ফিলিং স্টেশন দীর্ঘদিন ওজনে কারচুপি করে আসছে। বৃহস্পতিবার বিকেলে মামুন নামে এক বাইক চালক পাম্প থেকে পেট্রোল নিলে ওজনে কম দেওয়ার বিষয়টি তার সন্দেহ হয়, পরে পাশের আরেকটি তেল পাম্প থেকে তেল নিয়ে পরীক্ষা করলে ওজনের কারচুপির বিষয়টি ধরা পড়ে। এ সময় মামুনসহ পাম্পটির নিয়মিত ক্রেতারা বিক্ষোভ করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
ভ্রাম্যমাণ আদালত পাম্পটির তেল ওজন করে কারচুপির সত্যতা খুঁজে পায়। পরে পাম্পটির মালিক ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসাদুল ইসলাম বলেন, অর্থ দণ্ডের পর পাম্পের মালিককে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই ধরনের অপরাধ প্রমাণিত হলে জেল জরিমানার বিধান রয়েছে। জরিমানার ৫০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
এএএ