মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় জয়পুরহাটে দুই ভবন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে জেলা শহরের সরদারপাড়া ও একাডেমি নগর মহল্লায় অভিযান পরিচালনার সময় এই জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব। এ সময় জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর মামুনূর রশিদ মামুন, শাহেদুল আহসান সোহেল, পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা হেলাল উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মামুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব বলেন, আজকের অভিযানে পাঁচটি ভবনে পরিদর্শন করা হয়েছে। এতে দেখা গেছে দুই ভবনের ছাদে ফুল-ফলের টবে পানি জমে আছে। এসব পানি পরিষ্কার নয়। ভবনের এসির পানি পাত্র নিয়মিত পরিস্কান করা হয়নি। দুইটি ভবনে খোলা জায়গা ছিল। সেখানে পানি জমে এডিস মশা লার্ভা সৃষ্টি হয়েছে।

ওই দুই ভবন মালিককে সতর্ক করে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মশক নিধন অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব

চম্পক কুমার/এএএ