জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সব এসএসসি পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

এ বছর জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সবাই জিপিএ-৫ পেয়েছে। এদের মধ্যে ৫৪ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়ায় মনোনিবেশ ও ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষক-অভিভাবকদের সহায়তায় এই ভালো ফলাফল এসেছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে ক্যাডেটদের শিক্ষা দিয়েছেন।

তাদের সাফল্যমণ্ডিত ফলাফলের জন্য শিক্ষকমণ্ডলী, ক্যাডেট, অভিভাবকসহ সবাইকে অভিবাদন জানিয়ে শিক্ষার্থীদের আরও উন্নতি কামনা করেন অধ্যক্ষ। 

চম্পক কুমার/আরএআর