খুলনায় মারুফ খান নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে ফুলতলা উপজেলার পিপরাইলের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আ. রহমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যানচালক মারুফ খান শনিবার ভ্যানসহ বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। রোববার সকালে ফুলতলা উপজেলার পিপরাইল বিলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঢাকা পোস্টকে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মারুফ পেশায় একজন ভ্যান চালক। তার ভ্যানটি খুঁজে পাওয়া যায়নি। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে বলা যাবে।

মোহাম্মদ মিলন/এএএ