মায়ের কোলে দুই বছর নয় মাস বয়সের শিশু জুনায়েদ। এই বয়সে আর দশটি শিশুর মতো হেসেখেলে বেড়ানোর কথা তার। অথচ দীর্ঘদিন যাবৎ নিষ্পাপ শিশুটি ভুগছে দুরারোগ্য কিডনি রোগে।

বাবা জাহিদুল ইসলাম দিনমজুর। এতদিন ধরে ঋণ করে তিনি সন্তানের চিকিৎসা করাচ্ছেন। কিডনি রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় নিজের বসতভিটা পর্যন্ত ছাড়তে হয়েছে তার। জাহিদুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের বাসিন্দা।

ঠাকুরগাঁও, রংপুরসহ আরও বিভিন্নস্থানে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো ও রোগ নির্ণয়ের ব্যয়ভার বহন করতে গিয়ে এখন প্রায় নিঃস এই পরিবারটি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাথেটার ও ইউরিন ব্যাগ লাগিয়ে ব্যাথাতুর চোখে মায়ের কোলে বসে আছে শিশু জুনায়েদ। সন্তান সুস্থ হয়ে আর ১০টা শিশুর মতো হাস্যোজ্জ্বল মুখে মা বলে ডাকবে এই স্বপ্ন দেখেন মা। এই হাসপাতাল থেকে সেই হাসপাতালে ছুটতে ছুটতে ক্লান্ত মা। অতি দরিদ্র এই পরিবারের পক্ষে এখন আর সেটিও সম্ভব হচ্ছে না অর্থের অভাবে।

তাই বিত্তবানদের কাছে বাবা ও মায়ের করুন আবেদন যদি সমাজের কোন বিত্তবান মানুষ এগিয়ে আসত জুনায়েদের চিকিৎসা সহায়তায়।

জুনায়েদকে সাহায্য পাঠাতে চাইলে তার বাবা জাহিদুল ইসলামের ০১৯৯৫৬৪৫৭৭৮ নম্বরে (বিকাশ ও নগদ) যোগাযোগ করা যাবে। 

আরিফ হাসান/আরকে