৩০ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা
রংপুর থেকে নুর বক্ত (৫৪) নামের এক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১ আগস্ট) র্যাব-১৩ এর ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (৩১ জুলাই) রাতে র্যাব-১৩ ও র্যাব-১০ রংপুর নগরীর কোতোয়ালি থানার শিরিন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ ধাপ শ্যামলী লেন এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি নুর বক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, জমিজমা ও পারিবারিক কলহের জেরে নুর বক্ত তার চাচাতো ভাই মসলিম উদ্দীনকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে নিহতের স্ত্রী খাতুন বেগম বাদী হয়ে ১৯৯৩ সালের ২৭ নভেম্বর নুর বক্তকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামি নুর বক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি গ্রেপ্তার থেকে বাঁচতে দীর্ঘ ৩০ বছর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞাপন
এমজেইউ