লেকের পানিতে ডুবে মারা যায় তাসফিয়া জাহান রিতু

বিশ্ববিদ্যালয় পড়ুয়া আদরের নাতনি তাসফিয়া জাহান রিতুর অকাল মৃত্যুতে পাগল প্রায় বৃদ্ধ নানা-নানি। নাতনির শোকে বারবার অজ্ঞান হচ্ছেন নানা এবারত আলী মোল্লা। মেয়ে জামাইকে কীভাবে সান্ত্বনা দেবে সেই চিন্তায় নির্বাক নাতনি হারা বৃদ্ধা হাওয়া বেগম। পাড়া-প্রতিবেশী সান্ত্বনা দিলেও, মন মানছে না তাদের। নাতনির মৃত্যুর খবরে মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে এমন হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের মাসকাটা গ্রামে তাসফিয়া জাহান রিতুর নানা বাড়িতে।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকের পানিতে ডুবে নিহত দুই শিক্ষার্থীর মধ্যে একজন তাসফিয়া জাহান রিতু। পারিবারিক কারণে ছোট বেলা থেকে মাসকাটা গ্রামে নানা এবারত আলী মোল্লা ও নানি হাওয়া বেগমের কাছে থাকত তাসফিয়া জাহান রিতু। বাবার ব্যবসা-চাকরী এবং ছোট বোনকে দেখভালের কারণে বাবা-মা উভয় থাকেন চাঁদপুরে। তাই নানা আর নানিই ছিল রিতুর বড় হওয়ার অবলম্বন। ২০১৭ সালে ফকিরহাটের বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১৯ সালে খুলনা বয়রা মহিলা কলেজে থেকে উচ্চ মাধ্যমিক শেষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে।

স্থানীয়রা জানান, ছোট থেকেই নানার কোলে-পিঠে করে বড় হয়েছে রিতু। ছুটিতে বাড়িতে আসলেও নানা-নাতনি ঘুরে বেড়াতো আর খুনসুটিতে মেতে উঠত। রিতুর নানা এবারত আলী মোল্লা স্থানীয় ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার। নাতনির মৃত্যুর খবরে নানা-নানি দুইজনই পাগলপ্রায়। কাঁদতে কাঁদতে কয়েকবার জ্ঞানও হারিয়েছেন তারা। এদিকে বড় মেয়ের মৃত্যুর খবর জানার সঙ্গে সঙ্গে চাঁদপুর থেকে রওনা দিয়েছেন রিতুর বাবা আব্দুর রব ও মা রুমা বেগম। রিতু নানা বাড়ির পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বলে জানিয়েছেন স্থানীয় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আসাদুজ্জামান তুহিন।

নিহত তাসফিয়া জাহান রিতুর নানা বলেন, ছোট বেলা থেকে অনেক কষ্টে তাসপিয়া জাহান রিতুকে বড় করেছি। কোনোদিন বাবা-মায়ের অভাব বুঝতে দেইনি। আমাদের রেখে চলে গেল, কে আমাকে নানা বলবে। কে বলবে পড়াশোনা শেষে চাকুরি পেলে, তার সঙ্গে থাকার কথা, এই বলে বারবার কান্না করছিলেন বৃদ্ধ এবারাত মোল্লা।

নিহত তাসফিয়া জাহান রিতুর নানি হাওয়া বেগম বলেন, ছোটবেলা থেকে রিতুকে আগলে রেখেছি। এখন চলে গেল, কি জবাব দেব আমি ওর বাবা-মাকে।

উল্লেখ্য, মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুর‌বিপ্রবি) অভ্যন্তরে অবস্থিত লেকের পানিতে ডুবে তাসফিয়া জাহান রিতু ও অনন্যা হিয়া মারা যায়।

আরও পড়ুন : লেকের পানিতে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রীর

শেখ আবু তালেব/এএএ