জামালপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৩৫
জামালপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
জামালপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার (৪ আগস্ট) পর্যন্ত জেলায় ৩৫ জন বিভিন্ন হাসপাতালে রয়েছেন। এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১৬ জন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন এবং বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০৩ জন। তাদের মধ্যে ২৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বিজ্ঞাপন
জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস ঢাকা পোস্টকে বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের জেলা সদর হাসপাতাল ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু কর্নারে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, র্যালি, লিফলেট বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
রকিব হাসান নয়ন/এমজেইউ
বিজ্ঞাপন