বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারের ১১ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। 

শুক্রবার (৪ আগস্ট) তাদের বঙ্গোপসাগরের জেফোড পয়েন্টের কাছ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে গত ৩ আগস্ট ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটি বঙ্গোপসাগরের জেফোড পয়েন্টের কাছাকাছি ভাসছিলো। খবর পেয়ে শুক্রবার ওই ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করা হয়েছে। তার গত ২৯ জুলাই বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যায়। 

তিনি আরো বলেন, উদ্ধার ১১ জেলেকে দুবলায় নিয়ে আসা হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

শেখ আবু তালেব/জেডএস