মাদারীপুরে ডেঙ্গুতে ৭ বছরের শিশুর মৃত্যু
মাদারীপুর সদর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরিফা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
আরিফা আক্তার উপজেলার শিরখাড়া গ্রামের বাসিন্দা। সে শিরখাড়া ইউনিয়নের ৬৬নং নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বিজ্ঞাপন
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (৪ আগস্ট) রাতে আরিফার প্রচণ্ড জ্বর ওঠে। গতকাল শনিবার সকালে সদর হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। আজ রোববার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফা আক্তার নামের এক শিশু মারা গেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়েছে। মাদারীপুর সদর হাসপাতালে খুব কম খরচে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গু আইসোলেশন সেন্টারও রয়েছে। এছাড়া চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।
মাদারীপুর সদর হাসপাতালের ডেঙ্গু প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক ডা. ইকরাম হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৭৩ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫৮ জন। মারা গেছেন একজন।
রাকিব হাসান/এমজেইউ