রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সাউথইস্ট ইউনিভার্সিটির ছাত্র সাইফুল ইসলাম রিপন (২৩) হত্যা মামলার প্রধান আসামি জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া মামলার চার্জশিটভুক্ত ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন।

রোববার (৬ আগস্ট) বিকেলে জেলা দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় জামাল পত্তনদার অনুপস্থিত ছিলেন।

জামাল পত্তনদার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্যার পাড়া গ্রামের মো. হোসেন পত্তনদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মণ্ডলের একমাত্র ছেলে এবং সাউথইস্ট ইউনিভার্সিটির এলএলবি শেষ বর্ষের ছাত্র সাইফুল ইসলাম রিপনকে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর ভোররাতে দৌলতদিয়া যৌনপল্লির ভেতরে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত রিপনের মামা মো. খলিল মণ্ডল বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। এতে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়।

পরে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক (অর্গানাইজড ক্রাইম) মোহাম্মদ আশরাফুজ্জামান ১৩ জনকে অভিযুক্ত করে ২০১৭ সালে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, হত্যার ৯ বছর পর মামলার এক নম্বর আসামি জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এজাহারনামীয় ১২ আসামিকে আদালত বেকসুর খালাস প্রদান করেছেন। প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি।

তবে আসামিপক্ষের আইনজীবী আশরাফুল ইসলাম আশা বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট।

মীর সামসুজ্জামান/এমজেইউ