কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে ফাঁস নিয়ে মেহেদী হাসান ফারুক (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের জামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবক ওই ইউনিয়নের কেদার গ্রামের জামাতালী এলাকার গোলজার হোসেনের ছেলে। পেশায় তিনি একজন মিস্ত্রি ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চান। তার বাবা মোটরসাইকেল কেনার জন্য টাকা দেবেন বলে সুপারি বাগান বিক্রি করে কিছু টাকা সংগ্রহ করেন। বাকি টাকা সংগ্রহ করতে কয়েক দিন সময় লাগবে বলে জানান।  তবে আজকেই বাইক কিনে দিতে হবে বলে জানান মেহেদী। আজকের মধ্যে বাইক কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে নিজ ঘরে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বলেন, আত্মহত্যার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে। 

জুয়েল রানা/আরএআর