ঢাবিতে চান্স পাওয়া ফালগুনীর পাশে জেলা প্রশাসন
জেলা প্রশাসক নিজ কার্যালয়ে ফালগুনী দাসকে ফুলেল শুভেচ্ছা জানান
ফরিদপুরে ফালগুনী দাসের পারিবারিক অসচ্ছলতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কঠিন হয়ে যায়। এ তথ্য জানতে পেরে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
ফরিদপুরের লক্ষ্মীপুর এলাকার এক দরিদ্র পরিবারের সন্তান ফালগুনী দাস। সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (৩ আগস্ট) জেলা প্রশাসক নিজ কার্যালয়ে ফালগুনী দাসকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেধাবী এই শিক্ষার্থীকে উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি ফি ও অন্যান্য খরচের জন্য ৩০ হাজার টাকা দেন।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, তার আর্থিক অসচ্ছলতার কথা জানতে পেরে আমি খোঁজ খবর নিয়ে মেয়েটির মেধার কথা জানতে পারি। কিন্তু দরিদ্রতা তার চলার পথকে থামিয়ে দিক তা আমরা চাইনা। এ কারণেই জেলা প্রশাসন তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ফালগুনীকে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে এনে তার শোনেন তার সমস্যা ও স্বপ্নের কথা। তার স্বপ্নের কথা শুনে আমরা মুগ্ধ। আমরা এই মেধাবীকে ফুলেল শুভেচ্ছা জানায়। তার উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ও অন্যান্য খরচ নির্বাহের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়। তার উচ্চশিক্ষা নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ভবিষ্যতেও তার পাশে থাকবে।
জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফালগুনী দাস বলেন, আমার আর্থিক অসচ্ছলতার এমন এক মুহূর্তে জেলা প্রশাসক মহোদয় আমাকে সাহায্য করেছেন যখন আমার স্বপ্ন বাস্তবায়নে আর্থিক বাধা আসে। আমার দুর্দিনে জেলা প্রশাসনের এমন সহযোগিতা আমার চিরদিন মনে থাকবে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী বলেন, ফালগুনীর অসচ্ছলতার কথা জেনে ডিসি স্যার তার পাশে দাঁড়িয়েছেন। এর আগেও বিভিন্ন সময়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন ছিল, সামনেও থাকবে।
জহির হোসেন/এএএ