জান্নাতুল ফেরদৌসের স্বজনদের কোলে নবজাতকরা

ফেনীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস (২৪) নামের এক নারী। শহরের একটি বেসরকারি হাসপাতালে সন্তানদের জন্ম দেন তিনি।

চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। মা ও নবজাতকরা সুস্থ থাকায় শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে বাড়ি নিয়ে যান স্বজনরা। 

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রসবব্যথা উঠলে ফেনী প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে জান্নাতুল ফেরদৌসকে নিয়ে আসেন স্বজনরা। সেখানে স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) চার সন্তানের জন্ম হয়।

হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. অধ্যাপক আবদুল কাইয়ুম বলেন, আলট্রাসনোগ্রাফি প্রতিবেদন অনুযায়ী তিন সন্তান হওয়ার কথা ছিল। পরে দেখি চার সন্তান হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ায় শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। 

জান্নাতুল ফেরদৌসের স্বামী ফরহাদ হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারি বাড়ির বাসিন্দা। তিনি রাজমিস্ত্রি।

ফরহাদ হোসেন বলেন, আশা করি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করব।

জান্নাতুল ফেরদৌস বলেন, সিজার ছাড়াই চার সন্তানের জন্ম হয়েছে। আমি সুস্থ আছি। সবাই দোয়া করবেন যেন; সন্তানদের মানুষ করতে পারি।

একসঙ্গে চার সন্তান জন্ম দেওয়ায় জান্নাতুল ফেরদৌসের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

হোসাইন আরমান/এএম