৫০ হাজার নেতাকর্মী নিয়ে শোক র্যালির ঘোষণা এমপি একরামের
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে ৫০ হাজার নেতাকর্মীর শোক র্যালি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে কবিরহাট উপজেলার নিজ বাড়িতে ১৫ আগস্ট শোক র্যালির প্রস্তুতি সভায় তিনি এ ঘোষণা দেন।
বিজ্ঞাপন
জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে প্রতি বছর ব্যতিক্রমী উদ্যোগ নেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এছাড়া আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নিজের অবস্থান জানান দিতে এ বিশাল শোক র্যালির ঘোষণা।
একরামুল করিম চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আগস্ট শোকের মাস। সামনে জাতীয় সংসদ নির্বাচন, তাই শোককে শক্তিতে রূপান্তর করতে চাচ্ছি। ৫০ হাজার নেতাকর্মীর শোক র্যালি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবো।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসতে নীলনকশা শুরু করেছে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। তাদের নিজেদের পায়ের নিচে মাটি নেই। সারা বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। তাও বিএনপির লাফালাফি থামছে না। দিনশেষে আওয়ামী লীগ সরকার আগামীতেও সরকার গঠন করবে।
এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/এমজেইউ