গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে টঙ্গীর মধুমিতা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় রেললাইন পার হতে যান ওই যুবক। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে ছিল কালো প্যান্ট ও শার্ট। দুর্ঘটনায় ওই যুবকের মাথা ও দেহের কিছু অংশ থেতলে যায়। রাত আটটার দিকে স্থানীয়রা পুলিশে খবর পাঠালে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

শিহাব খান/কেএ