নড়াইল সদর উপজেলায় পাট কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে রাধাবল্লভ বিশ্বাস (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১৬ আগস্ট) দুপুরের দিকে সদরের শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত রাধাবল্লভ বিশ্বাস ওই গ্রামের মৃত রাম মোহন বিশ্বাসের ছেলে।

আহতরা হলেন- সদরের কলোড়া ইউনিয়নের বাহির গ্রামের সালাম শেখ (৬০), তার স্ত্রী মোমেনা খাতুন (৪৫) ও তাদের তিন ছেলে ইমরান শেখ (৩০), আলম শেখ (২৬) এবং ইমন শেখ (২২)। একই উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের নিহত রাধাবল্লভ বিশ্বাসের ভাই দুর্লভ বিশ্বাস (৭০), দুর্লভ বিশ্বাসের তিন ছেলে রামচন্দ্র বিশ্বাস (৪০), শ্যামচন্দ্র বিশ্বাস (৩৮), সুফল বিশ্বাস (৩৫) ও মেয়ে স্মৃতি রানী বিশ্বাস (২৮)।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঢাকা পোস্টের প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দুর্লভ বিশ্বাস তার ফসলি জমি বাহির গ্রামের সালাম শেখের কাছে বিক্রি করেন। বিক্রির পরও ওই জমিতে পাট চাষ করেন দুর্লভ বিশ্বাস। পরে এ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার দুপুরে দুর্লভ বিশ্বাসের চাষ করা জমিতে সালাম শেখের লোকজন পাট কাটতে গেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাধাবল্লভ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। 

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসারত উভয় পক্ষের আহতদের পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সজিব রহমান/এএএ