বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া অংশের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আমির হোসেন (৪০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার ছেলে বিল্লাল হোসেন (১১) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জ থেকে মাওয়ামুখী মোটরসাইকেলকে একটি অজ্ঞাতনামা বাস চাপা দেয়। এতে দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রামের বাসিন্দা আমির হোসেন ও তার ছেলে বিল্লাল হোসেন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন এবং বিল্লাল হোসেনকে ঢাকার মিটফোর্ট হাসপাতালে রেফার্ড করেন।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক অজ্ঞাতনামা বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ হাঁসাড়া হাইওয়ে থানায় রয়েছে। নিহতের ছেলেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ব.ম শামীম/এসকেডি