চা আইন লঙ্ঘন ও চাষিদের কাঁচা পাতার যথাযথ মূল্য পরিশোধ না করায় পঞ্চগড়ে তিনটি কারখানায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলায় তিন কারখানায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

কারখানা তিনটি হলো, উত্তরা গ্রীণ টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মৈত্রী টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও নর্থ বেঙ্গল সেন্ট্রাল টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 

অভিযানে প্রত্যেক কারখানাকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

তিনি বলেন, পঞ্চগড়ের বেশ কিছু বটলিফ কারখানার বিরুদ্ধে চা আইন লঙ্ঘন ও কাঁচা পাতার যথাযথমূল্য পরিশোধ না করাসহ নানা ধরণের অভিযোগ রয়েছে। চা বোর্ড অনিয়ম এবং আইনের লঙ্ঘন দেখলে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করবে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়া কারখানা মালিকদের চা আইন মানতে নির্দেশনাও প্রদান করেন তিনি।

এসময় বাংলাদেশ চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সায়েদুল হক, পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএ