নোয়াখালীতে ৯ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিলে তিন হত্যামামলাসহ ৯ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জাহিদুল ইসলাম মোহনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পরকোট ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম মোহন চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের মোশারফ মেম্বারের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, আসামি জাহিদুল ইসলাম মোহন দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার বিকেলে উপজেলার পরকোট ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা, দুইটি ডাকাতি মামলা, একটি মাদক মামলাসহ অন্যান্য তিনটি মামলা রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আসামির বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ মোট ৯টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হবে।
হাসিব আল আমিন/এফকে