নড়াইলের কালিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
বুধবার বিকেলে কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় (দীপন) এ জরিমানা করেন। 
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৪) বিয়ে দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে বিকেলে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। বাল্য বিয়ের আয়োজন করায় ওই ছাত্রীর বাবা নজরুল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ওই কিশোরীর বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ে না দেওয়ার জন্য পরিবারকে সতর্ক করা হয়।
 
বিয়ের জন্য রান্না করা খাবার পাশের পুরুলিয়া দারুল কোরান হাফেজিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে বিলিয়ে দেয়া হয়।
 
কালিয়া সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় (দীপন) ঢাকা পোস্টকে বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে বিকেলে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। 

সজিব রহমান/এনএফ