চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ১৭১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৮ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করলে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য সাত হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ১৭১ জনের ফলাফল পরিবর্তিত হয়। যার মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয় ৩ জন। আর জিপিএ পরিবর্তিত হয় ২৯ জনের। বাকি সাত হাজার ২১৫ জনের ফলাফল অপরিবর্তিত রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন জানিয়েছেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ৩১ আগস্ট কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ১৮ শতাংশ।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ