রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফলে জিপিএ-৫ পেয়েছেন এক শিক্ষার্থী। সোমবার (২৮ আগস্ট) বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ১৪৯৫১৫ রোল নম্বরের ওই পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের রসায়নে ফেল করেছিলেন। তবে খাতা চ্যালেঞ্জ করে তিনি রসায়নে এ প্লাস পেয়েছেন। ফলে আগে ফেল করলেও তার সার্বিক ফল বা গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ)-৫ এসেছে।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ ফলাফল পরিবর্তন হয়েছে ৩৬৩ জন পরীক্ষার্থীর। খাতা চ্যালেঞ্জ করে বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ জন পরীক্ষার্থী। ফেল থেকে পাস করেছেন ৪১ পরীক্ষার্থী ও ৯ জন অকৃতকার্য পরীক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

উল্লেখ্য, ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী রাজশাহী বোর্ডে ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৮৭৭ জন।

শাহিনুল আশিক/এএএ