শরীয়তপুর সদর হাসপাতাল

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সুমাইয়া আক্তার (২০) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। নিজে বিষপানের আগে তিনি দুই শিশু সন্তানকেও বিষ পান করান। হাসপাতালে নেওয়ার পর ওই নারীর মৃত্যু হলেও বেঁচে আছে তার দুই সন্তান।

রোববার (০৪ এপ্রিল) দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। তার ​তিন বছরের মেয়ে হালিমা ও দুই বছরের ছেলে আবু হুরায়রা একই হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।

সুমাইয়া আক্তার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ঢালীরহাট লক্ষ্মীপুর গ্রামের সোহাগ খানের মেয়ে।

গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাশেরজঙ্গল গ্রামের সোহাগ খানের মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয় ২০১৭ সালে। স্বামী সাইফুল ইসলাম একই উপজেলার নাগেরপারা ইউনিয়নের ঢালীরহাট লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। দুই শিশু সন্তান নিয়ে তারা উপজেলার দাশেরজঙ্গল এলাকায় সুমাইয়ার বাবার বাড়ির পাশে মাহাবুব হাওলাদারের বাসায় ভাড়া থাকতেন।

সাইফুল রিকশা চালিয়ে জীবনযাপন করতেন। অভাব থাকায় তাদের সংসারে অশান্তি ছিল। এ নিয়ে মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। শনিবার রাতে ও রোববার সকালে তাদের ঝগড়া হয়। দুপুর ১২টার দিকে সুমাইয়া দুই শিশু সন্তানকে বিষপান করান। এরপর নিজে বিষপান করেন। প্রতিবেশীরা উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে তাদের সদর হাসপাতালে নেওয়া হয়। দুপুর ২টার দিকে সেখানে সুমাইয়ার মৃত্যু হয়।

সুমাইয়ার প্রতিবেশী ঝর্না বেগম বলেন, সুমাইয়ার শিশুসন্তানদের চিৎকারে ছুটে যাই। নিজের দুই সন্তানকে বিষপান করান সুমাইয়া। পরে নিজেও পান করেন। এ অবস্থায় দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।

সুমাইয়ার স্বামী সাইফুল ইসলাম বলেন, স্ত্রী-সন্তানদের বিষপানের খবর পেয়ে হাসপাতালে আসি। স্ত্রীকে মৃত পাই। সামান্য ঝগড়ার ঘটনা নিয়ে এভাবে সে চলে যাবে বুঝতে পারিনি। জানি না আল্লাহ আমার শিশুসন্তান দুটির কপালে কী রেখেছেন।

সুমাইয়ার বাবা সোহাগ খান বলেন, মেয়ে-জামাই মাঝেমধ্যে ঝগড়া করত। মূলত সংসারের অভাব নিয়েই ঝগড়া হতো। শনিবার সাইফুল আমার মেয়েকে মারধর করেছিল। সেই অভিমানেই আত্মহত্যা করেছে সুমাইয়া।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, বিষপানে ওই নারীর মৃত্যু হয়। দুই শিশুর অবস্থা সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া প্রয়োজন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী ঢাকা পোস্টকে বলেন, বিষপানে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। অর্থের অভাবে নিজেদের মধ্যে ঝগড়ার কারণে এ ঘটনা ঘটে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দ মেহেদী হাসান/এএম/জেএস