দড়ি দিয়ে বাঁধা ছিল কৃষকের মরদেহ, শ্বশুর-শাশুড়িসহ আটক ৩
বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া এলাকার একটি কলার বাগান থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছাইদুর রহমান (৪৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৬টার দিকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় নিহতের শ্বশুর-শাশুড়িসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ছাইদুর রহমান মোকামতলা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ছাইদুরকে তার শ্বশুরবাড়ির লোকজন ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর আজ সকালে শ্বশুরবাড়ির এলাকায় তার মরদেহ মিলে। এ ঘটনার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে ধারণা এলাকাবাসীর।
বিজ্ঞাপন
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।
নিহতের পরিবারের বরাতে ওসি জানান, গতকাল রাতে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ছাইদুর রহমান। পরে একসময় বাইরে বের হন তিনি। এরপর ছাইদুর আর বাড়ি ফিরেননি। পরে সকালে কলার বাগানে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
ওসি আরও জানান, নিহতের গলায় দড়ির দাগ রয়েছে। তবে পুলিশ এখনও নিশ্চিত না তাকে কীভাবে হত্যা করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত চলছে।
এমজেইউ