কাউন্সিলর এহসান হাবীব তুফান

নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর এহসান হাবীব তুফানের (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল, গুলিসহ দেশীয় অস্ত্র  উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউন্সিলর বাড়ির দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে কাউন্সিলর এহসান হাবীব তুফানের বাড়িতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করে। 

এহসান হাবীব তুফান নড়াইল সদর পৌরসভাধীন দক্ষিণ নড়াইলের মৃত হাফিজুর রহমানের ছেলে। তিনি নড়াইল পৌরসভার ৭ নং ওয়ার্ড থেকে পরপর দুইবার নির্বাচিত হয়েছেন। 

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নড়াইল সদর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর এহসান হাবীব তুফানের বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তুফান বাড়ির দ্বিতীয় তলার বারান্দা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশ তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড ৭.৬৫ এম এম গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি চাকু ও একটি এয়ারগান উদ্ধার করে। 

ওসি ওবাইদুর রহমান বলেন, এ ঘটনায় নড়াইল সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। কাউন্সিলর তুফানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 

সজিব রহমান/আরএআর