নোয়াখালীতে লাল সবুজ পরিবহন নামে এক বাসের ধাক্কায় নুরুল হুদা (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হুদা বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ২নং ওয়ার্ডের নাজিরপুর ইউনিয়নের রিফিউজি বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মাইদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঢাকা থেকে আগত লাল সবুজ পরিবহনের একটি বাস রমজান বিবি বাজারে আসার পথে নুরুল হুদাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাল সবুজ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, যুবকটি প্রতিবন্ধী এবং অসহায়। তার বাবাও বেঁচে নেই। তিনি রাস্তায় না বুঝে বাসের সামনে এসে পড়েছেন। তবে আমরা তার পরিবারের পাশে দাঁড়াব।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকটি প্রতিবন্ধী। তার মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে। আমরা তার বাড়ি যাচ্ছি। ঘটনাস্থলে লাল সবুজ বাসটি আটক করা যায়নি। তবে বাসের নম্বর পেয়েছি।

হাসিব আল আমিন/এফকে