প্রতীকী ছবি

ঠাকুরগাঁও‌য়ে একইদি‌নে পা‌নি‌তে ডুবে দুই শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহত শিশুরা হলো- জুনায়েদ ইসলাম (৩) ও সাজিদুর রাজ্জাক ওর‌ফে সাজু (১০)। রোববার (৩ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, রোববার ঠাকুরগাঁও সদর উপজেলায় রাজাগাঁও ইউনিয়নের চাপাতি (চুয়ামনি) গ্রা‌মে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ ইসলাম নামে ওই শিশুর মৃত‌্যু হয়। নিহত জুনা‌য়েদ পঞ্চগড় সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের  গোয়ালঝাড় এলাকার জাকির হোসেনের ছেলে।

জুনায়েদের নানা আবু তাহের জানান, আজ সকা‌লে আমার মেয়ে জেসমিন আক্তার ও নাতি জুনায়েদ আমাদের বাড়িতে বেড়াতে আসে। আসার পর জুনায়েদ বা‌ড়ির আঙ্গিনায় খেলা করার সময় হঠাৎ সবার অগোচরে গি‌য়ে বাড়ির পাশের পুকুরে প‌ড়ে যায়। প‌রে আমরা সবাই মিলে পুকুর থে‌কে তার মর‌দেহ উদ্ধার করি।

রু‌হিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সো‌হেল রানা জানান, এ ঘটনায় এক‌টি অপমৃত‌্যুর মামলা হ‌য়ে‌ছে।

এদি‌কে, একইদি‌নে ন‌দীর পা‌নি‌তে ডু‌বে রাণীশং‌কৈল উপ‌জেলায় সাজিদুর রাজ্জাক ওর‌ফে সাজু না‌মে আরেক শিশুর মৃত‌্যু হয়।

নিহ‌ত শিশুর প‌রিবার জানায়, আজ দুপু‌রে উপজেলার লেহেম্বা ইউনিয়নের শালবাগান সংলগ্ন কুলিক নদীতে বন্ধু‌দের স‌ঙ্গে গোসল কর‌তে গি‌য়ে সাজুর মৃত‌্যু হয়। সাজু উপজেলার শালবাড়ী (বেলতলী) এলাকার আব্দুল আলিম ও নার্গিস দম্পতির দ্বিতীয় সন্তান।

রাণীশংকৈল থানার তদন্ত (ওসি) মহসিন আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হয়। কারো কোনো অভিযোগ না থাকায় প‌রিবা‌রের কা‌ছে ওই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরিফ হাসান/এফকে