বাড়িতে স্বজনদের ভিড়

নড়াইলের লোহাগড়ায় পুকুরে গোসলে নেমে নানি ও নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে প্রতিবেশী রুবায়েত খানের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- নানি হিঙ্গুল বেগম (৬৫) ও নাতি জিহাদ হোসেন (৬)।  জিহাদ লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের ছেলে। বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে জিহাদ নানা বাড়িতে থাকতো। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নাতি জিহাদকে নিয়ে গোসল করার জন্য প্রতিবেশী রুবায়েত খানের পুকুরে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বৃদ্ধা হিঙ্গুল বেগম। বিকেল ৪টার দিকে স্থানীয়রা পুকুরে দুটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনদের খবর দেন। স্বজনরা মরদেহ শনাক্ত করে লোহাগড়া থানা পুলিশে খবর দেন। 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, নানি-নাতির এমন মর্মান্তিক মৃত্যুর খবর দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল সম্পন্ন করেছে। তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হচ্ছে এটি দুর্ঘটনাবশত মৃত্যু নাকি অন্য কোনো কারণ আছে। 

সজিব রহমান/আরএআর