রাজবাড়ীর পাংশায় পদ্মায় নৌকাডুবে কুদ্দুস মন্ডল (৫৮) নামে এক কৃষক নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও মেলেনি সন্ধান। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে পদ্মার শাখা নদীতে কৃষক কুদ্দুস মন্ডল নিখোঁজ হন।

কৃষক কুদ্দুস মন্ডল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।

হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান পদ্মায় নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীর ওই পারে প্রতিদিন নৌকা নিয়ে কাজ করতে যান কৃষকরা। গতকাল সকালে একটি নৌকায় করে ১১ জন কৃষক নদী পার হওয়ার সময় ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে নৌকায় থাকা ১০ জন পারে উঠলেও নিখোঁজ হন কুদ্দুস মণ্ডল নামের এক কৃষক। ঘটনার পর থেকেই স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করেছে। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রয়েল আহমেদ বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই। তবে আমাদের ডুবুরি দল না থাকায় ফরিদপুর থেকে ডুবুরি দল এনে গতকাল দুপুর ১২টার দিকে উদ্ধার অভিযান শুরু করি। আলো স্বল্পতার কারণে সন্ধ্যার পর উদ্ধার অভিযান সমাপ্ত করি। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় অনেক স্রোত, তাই উদ্ধার অভিযান চালাতে বেত পেতে হচ্ছে। তার সন্ধান না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। তবে ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

মীর সামসুজ্জামান/আরকে