যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মুকুল হোসেন

সাতক্ষীরায় ২০ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মুকুল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে যশোর শার্শা থানার বাগাছাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত মো. মুকুল হোসেন আশাশুনি উপজেলার খলিশখালী গ্রামের মৃত. দাউদ গাজীর ছেলে।

র‌্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব জানান, মুকুল হোসেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গত ২০ বছর যাবত দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বাবু দাসের সঙ্গে আসামি মুকুলের মাছের ঘের নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জেরে ২০০০ সালের জুন মাসে বাবু দাসকে হত্যা করে বাড়ির পাশে বাঁশ বাগানে ফেলে রাখেন মুকুল। হত্যার চারদিন পরে বাবু দাসের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত মুকুলকে যাবজ্জীবন সাজার রায় দেন। 

সোহাগ হোসেন/এএএ