কাজ শেষে বাড়ি ফেরার পথে ফুটবলের আঘাতে কৃষকের মৃত্যু
নাটোরের সিংড়ায় কাজ শেষ করে বাড়িতে ফেরার পথে ফুটবলের আঘাতে শুকুর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল সন্ধ্যায় সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শুকুর আলী পেশায় কৃষি শ্রমিক ছিলেন। সে উপজেলার পুন্ডুরী গ্রামের মৃত লুবা প্রামানিকের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পুন্ডরী দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল খেলছিল স্থানীয় কিশোররা। সন্ধ্যার আগে কাজ শেষ করে মাঠের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন শুকুর আলী। এ সময় একটি বল গোলপোস্ট ভেদ করে শুকুর আলীর বুক বরাবর এসে আঘাত করে। সাথে সাথেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা শুকুর আলীকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
এনএফ