বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু

ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তিনি পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু বলেন, পৌর নির্বাচনে ২১ কেন্দ্রের মধ্যে ১০ কেন্দ্রে ইভিএমে আমার প্রতীক দেখাই যায়নি। আমি ধামরাই থানার পরিদর্শককে অর্ধশতাধিক বার ফোন করেছি, কিন্তু তাকে পাইনি।

তিনি আরও বলেন, আমি নিজের ভোট টিও দিতে পারিনি। এমন নির্বাচন আমি মানি না। পুনরায় নির্বাচনের দাবি করছি। 

দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর দাবি- কোনো কেন্দ্রে তার এজেন্টকে থাকতে দেয়া হয়নি। নারী-পুরুষ উভয়কেই ভয়ভীতি দেখিয়ে, ধাক্কা দিয়ে পর্যন্ত বের করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা বলেন, আমরা এখনও জানি না তিনি নির্বাচন বর্জন করেছেন। আমরা অনেক সাংবাদিককে কার্ড দিয়েছি, তারাও এই নির্বাচন বর্জনের কথা জানেন না। 

আরএআর