চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া তিন জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। এখনো দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে মেঘনা নদী থেকে আলমগীর হাওলাদার, মোহাম্মদ আলী দেওয়ান নামে দু’জনকে এবং সোমবার বিকেলে মুনসুর আলী বেপারীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের সবার বাড়ি সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে। 

চাঁদপুর নৌ ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, প্রথমে সোমবার বিকেলে হাইমচর উপজেলার গাজীনগর সংলগ্ন মেঘনা নদী থেকে মুনসুর বেপারীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার (৬ মার্চ) সকালে হানারচর এলাকা থেকে আলমগীর হাওলাদার (৩৮) ও মোহাম্মদ আলী দেওয়ান (৪০) নামে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা ধরতে নামেন। হঠাৎ করে ঝড় শুরু হলে তারা তীরে আসার চেষ্টা করেন, কিন্তু নৌকা উল্টে গেলে সবাই নদীতে ডুবে যান। এ ঘটনায় ঠিক কতজন জেলে নিখোঁজ হন তা স্থানীয় কেউ নিশ্চিত করতে পারেননি। তবে দুজন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।  

শরীফুল ইসলাম/এসপি/জেএস