নিহত মানিক মিয়া

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাগনের ছুরিকাঘাতে মানিক মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাগনে আরিফ হোসেন (২২) ও তার মা লুৎফা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মানিক মিয়া উপজেলার চর মাছুয়া গ্রামে মৃত আরশাদ আলী মোল্লার ছেলে। অভিযুক্ত আরিফ হোসেন একই গ্রামের আনোয়ার হোসেন ছেলে। তারা সর্ম্পর্কে মামা-ভাগনে। 

মতলব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দুপুরে ভাগনে আরিফ ও মামা মানিকের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ মামা মানিককে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক আরিফ ও তার মা লুৎফা বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আনোয়ারুল হক/আরএআর