মাদারীপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতিকে কুপিয়ে জখম
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের মাদারীপুর জেলা শাখার সভাপতি তুহিন দর্জিকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের সৈয়দারবালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। পরে তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা যায়, তুহিন দর্জি ও তার এক বন্ধু শিমুল সৈয়দারবালী এলাকায় গেলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের ধাওয়া করে। এসময় শিমুল পালিয়ে গেলেও তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহতের বড় ভাই শাহিন দর্জি বলেন, এ অঞ্চলে স্বাধীনভাবে চলাফেরা করা এখন বড় কষ্টসাধ্য। ঘর থেকে বেরোলে এখন আতঙ্কের মধ্যে থাকতে হয়। যারা আমার ভাইকে কুপিয়েছে আমরা তার সঠিক বিচার চাই।
বিজ্ঞাপন
আহতের বাবা জাকির হোসেন দর্জি জানান, আমার ছেলে ও তার বন্ধুরা মিলে বিকেলে ঘুরতে গিয়েছিল। কিছু দুর্বৃত্ত আমার ছেলের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। প্রশাসনের কাছে দাবি, আমার ছেলেকে যারা এভাবে কুপিয়েছে আমি তাদের সঠিক বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াজুর ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাকিব হাসান/এসএম