ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেছেন, খেলাধুলা এমন একটা বিষয়, যা মানুষকে একাধিকভাবে লাভবান করে। যারা খেলে তারা অন্য সবার চেয়ে আলাদা। তারা দল তৈরি করতে পারে, যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে এবং নিজেদেরকে ভাগাভাগি করতে পারে। সবচেয়ে বড় যে কাজটি পারে সেটি হচ্ছে, তারা জীবনের যে কোনো পর্যায়ে হার মেনে নিতে শিখতে পারে। 

রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জেলা পর্যায়ে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিভাগীয় কমিশনার আরও বলেন, খেলায় অনেক দল অংশ নিলেও চ্যাম্পিয়ন হবে কিন্তু একটি দল। খেলার সৌন্দর্য হচ্ছে সবাই মিলে উপভোগের জায়গা। এই উপভোগের যে আনন্দ এটাই হচ্ছে খেলার সবচেয়ে প্রাপ্তি। একইসঙ্গে হেরে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করে মাঠ থেকে বেরিয়ে আসার যে সংস্কৃতি এটি খেলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। 

জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রায়হানুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি একেএম দেলোয়ার হোসেন মুকুল। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, সারাবিশ্বের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের খেলাধুলার সবচেয়ে বড় আয়োজন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। শিশুদের খেলাধুলায় আকৃষ্ট করা, শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। 

টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া ১৩টি উপজেলার ২৬টি দল (বালক ও বালিকা) অংশগ্রহণ করেছে।

উবায়দুল হক/এমএএস