মঞ্চ ভেঙে দেওয়ায় বিএনপির সমাবেশ স্থগিত
ঢাকার আমিনবাজারে বিএনপির সমাবেশের জন্য নির্ধারিত স্থানে নির্মাণকৃত মঞ্চটি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গভীর রাতে মঞ্চটি ভেঙে ফেলা হয় বলে অভিযোগ একাধিক বিএনপি নেতার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় বিএনপির সমাবেশস্থল ঘুরে দেখা যায়, তৈরি করা মঞ্চের কিছুই আর অবশিষ্ট নেই। শুধু মাঠের মাঝে পড়ে আছে কিছু বাঁশ।
বিজ্ঞাপন
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, গভীর রাতে পুলিশের উপস্থিতিতে মঞ্চটি ভেঙে ফেলা হয়। তিনি বলেন, আমরা সকালে এসপি সাহেবের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের জানান একই জায়গায় আওয়ামী লীগও সমাবেশের প্রস্তুতি নিয়েছে। তাই ওনারা প্রোগ্রাম করতে দেবেন না।
জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ঢাকা পোস্টকে বলেন, প্রায় চারদিন আগে আমরা প্রোগ্রাম করার অনুমতি পেয়েছি। সে অনুযায়ী আমরা মঞ্চও প্রস্তুত করেছিলাম। কিন্তু আমাদের মঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে। তাই আমরা দুপুর ৩টার দিকে পার্টি অফিসে মিটিং ডেকেছি। আগামীকাল অথবা ২৮ সেপ্টেম্বর আমরা প্রোগ্রাম করব। তবে আজ সোমবার সমাবেশ হচ্ছে না।
বিজ্ঞাপন
নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলের পাশের এক দোকানদার বলেন, রাত ২টা পর্যন্ত এই জায়গায় বিএনপির নেতাকর্মীরা মঞ্চ তৈরি করে।ভোর ৪টার দিকে পুলিশ সদস্যসহ বেশ কিছু লোক এসে ভেকু দিয়ে মঞ্চটি ভেঙে চলে যায়।
এদিকে সকাল থেকেই বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেলেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের দেখা যায়নি।
এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী বলেন, পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার এই অভিযোগটি সত্য নয়। বিএনপির সমাবেশের অনুমতি ছিল না।
তাছাড়া একই স্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দেয়। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার আমিনবাজারে বিএনপির সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমানের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু আজ সমাবেশ স্থগিত করে আগামীকাল অথবা আগামী ২৮ সেপ্টেম্বর সমাবেশের ঘোষণা দেয় দলটির নেতারা।
মাহিদুল ইসলাম/আরকে