শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে : মমতাজ
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর নারীর উন্নয়নে কাজ করেছেন। তাই শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে নারীরা আজ এগিয়ে গেছেন। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। এই শিক্ষাবান্ধব সরকারের সঙ্গে আমাদের সকলকে থাকতে হবে। এই সরকার স্কুল-কলেজ সরকারিকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন, ডিজিটাল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন। এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পাওয়া যাবে না, যেখানে একটি নতুন ভবন হয়নি।
জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম সাহার সভাপতিত্বে জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. মো. শাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক বজলুল রহমান, রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান উদ্দিন, অভিভাবক সদস্য বোরহান উদ্দিন ফকির, শাহানাজ পারভিন, আমিনুর ইসলাম খোকন, দেলোয়ার কবির টিপু, সেলিম মিয়া প্রমুখ বক্তব্য দেন।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর রহমান মামুনের সঞ্চালনায় এ সময় প্রফেসর কুদ্দুসুর রহমান, সাবেক অভিভাবক সদস্য রিয়াজুল ইসলাম, দাতা সদস্য বাবু মনোরঞ্জন ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, কোষাধ্যক্ষ ওবায়দুল রহমান, ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সোহেল হোসেন/এমজেইউ