হানাহানির রাজনীতি পরিহারের আহ্বান কাদের মির্জার
ত্রাণ বিতরণ করছেন কাদের মির্জা
হানাহানির রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার (৭ এপ্রিল) দুপুর দেড়টায় নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে এ আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসে তিনি বলেন, দেশে মহামারির এ সময় হানাহানির রাজনীতি পরিহার করে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে সকালে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আবদুল কাদের মির্জা। উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ২ হাজার ৪০০ জনকে ত্রাণ সহায়তা দেন তিনি ।
এসময় তিনি বলেন, সারাদেশে করোনাভাইরাস ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক সপ্তাহের লকডাউন চলছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গরিব অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী চিকিৎসার অভাবে মারা যাবে না এবং কোনো অসহায় খেটে খাওয়া ব্যক্তি না খেয়ে থাকবে না। সবার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো।
হাসিব আল আমিন/ এমআইএইচ/জেএস